Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ডাক্তারের তালিকা

সুজলা সুফলা শস্য শ্যামলা নদী মাতৃক এই বাংলার বিখ্যাত নদী তিতাস পাড়ের সমৃদ্ধে জনপদ ব্রাহ্মণবাড়ীয়া সদও উপজেলা। জেলাতেই জন্মগ্রহন করেন সুর সম্রাট আলাউদ্দিন খাঁ আরও কত জ্ঞানীগুনী জন। দেশের সর্ববৃহৎ গ্যাস এই উপজেরাই মজুদ আছে আর ব্রাহ্মণবাড়ীয়া সদর উপজেলার ঐতিহ্যবাহী অঞ্চল হলো ২ নং বুধল ইউনিঢন পরিষদ। দীর্ঘকাল হতে ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান। ভ্রাতৃত্যবোধ খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমোজ্জল। ২নং বুধল ইউনিয়নটি জেলা শহর হইতে ৯ কিঃমিঃ উত্তর পশ্চিমে অবস্থিত। এই ইউনিয়নের পূর্বে মজলিশপুর,পশ্চিমে তালশহর,উত্তরে সরাইল,দক্ষিনে সুহিলপুর ইউনিয়ন। আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে এই আদর্শবান ও শান্তিময় ইউনিয়নে ছড়িযে ছিটিয়ে থাকা তথ্য উপাত্তগুলোকে একই সূত্রে আবদ্ধ করে সর্বস্তরের জনগণের জন্য একটি সময় উপযোগী তথ্য ভান্ডার ই-সার্ভিস সেন্টার এর কেন্দ্র বিন্দু গড়ে তোলার সুমহান ব্রত নিয়ে ২নং বুধল ইউনিয়নে তথ্য বাতায়ন খোলার জন্য অধীর আগ্রহে উদ্দোগ গ্রহন করা হয়েছে।